রোনালদোর রেকর্ডে ভাগ বসাতে পেরে এমবাপ্পে সম্মানিত। রিয়াল মাদ্রিদের ইতিহাসে রোনালদোকে সেরা খেলোয়াড় বলেও মত তার। রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বলেন, ‘আমার আদর্শ, রিয়াল মাদ্রিদের ইতিহাসে সেরা খেলোয়াড় রোনালদোর মতো করতে পেরে আমি সম্মানিত।’
এমবাপ্পে আসার আগেই রিয়াল মাদ্রিদ ছেড়েছেন রোনালদো। সাদা জার্সিতে না থাকলেও তিনি সময়ে সময়ে পরামর্শ দিয়েছেন বলে দাবি এমবাপ্পের। ‘এটা আমার জন্য সম্মানের। আমি তাকে একটা চোখ টিপে দিতে চেয়েছিলাম কারণ সে সবসময় আমার প্রতি সদয় ছিল। আমাকে মাদ্রিদ সম্পর্কে ভালোভাবে কথা বলেছে, মাদ্রিদে কীভাবে খাপ খাইয়ে নিতে হবে এবং সবকিছুই।’ উদ্যাপনটা রোনালদোর জন্য ছিল বলেও নিশ্চিত করলেন। ‘রিয়াল মাদ্রিদের জন্য গোল করতে পেরে ও ম্যাচ জিততে পেরে আমি এখন খুশি। উদ্যাপনটা তার (রোনালদো) জন্য ছিল।’
0 Comments
No Comment YetLeave A Reply