ওস্তাদ রশিদ খান মারা গেছেন
ভারতের শাস্ত্রীয় সংগীত শিল্পী ওস্তাদ রশিদ খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।কলকতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে বলে এক প্রতিবেদনে জানা যায়। রশিদ খানের বয়স হয়েছিল ৫৬ বছর।
প্রস্টেট ক্যানসারে আক্রান্ত এই শিল্পীকে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে কলকাতায় নিয়ে আসা হয়। এরই মধ্যে তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হলে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। অবস্থার অবনতি হওয়ায় আজ লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল তাঁকে। তবে শেষ পর্যন্ত ফেরানো গেল না এই শিল্পীকে।
১৯৬৮ সালের ১ জুলাই উত্তর প্রদেশের বদায়ুঁতে জন্ম রশিদ খানের। মূলত শাস্ত্রীয় সংগীত গাইলেও ফিউশন, হিন্দি ও বাংলা ছবিতে জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। বাংলাদেশেও একাধিকবার সংগীত পরিবেশন করেছেন এই শিল্পী।
২০০৬ সালে পদ্মশ্রী ও ২০২২ সালে পদ্মভূষণ সম্মান লাভ করেন ওস্তাদ রশিদ খান।
Share On:
1 Comments
nxvfvpcwrq
November 15, 2024 at 4:27amMuchas gracias. ?Como puedo iniciar sesion?
Leave A Reply