অপরদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে ৩-২ গোলে জয় পায় দক্ষিণ আফ্রিকা। ম্যাচের সপ্তম মিনিটে আফ্রিকাকে এগিয়ে দেন মোরেমি। তবে ১৯তম মিনিটেই সমতায় ফেরে জিম্বাবুয়ে। কিন্তু দ্বিতীয় হাফে আবারও লিড পায় দক্ষিণ আফ্রিকা। ৫০তম মিনিটে গোল করেন ফস্টার। ৭৩তম মিনিটে আত্মঘাতী গোল থেকে আবারও সমতায় ফেরে জিম্বাবুয়ে।
ম্যাচটি ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত ছিল দক্ষিণ আফ্রিকার। তবে ৮২তম মিনিটে আফ্রিকার জয় নিশ্চিত করেন আপোলিস।
0 Comments
No Comment YetLeave A Reply