এদিন পুরো ম্যাচে বল দখলে ও আক্রমণে আধিপত্য থাকলেও ম্যাচের শুরুতেই হোঁচট খায় আইভরি কোস্ট। চতুর্থ মিনিটে মিডফিল্ডে ফ্রাঙ্ক কেসির বাজে নিয়ন্ত্রণের সুযোগ কাজে লাগান ওমর মারমুশ। ইমাম আশুরের পাস থেকে গোল করে মিশরকে এগিয়ে দেন তিনি। এরপর রামি রাবিয়ার দারুণ ব্লকে গোল হজমের হাত থেকে বাঁচে মিশর। ৩২তম মিনিটে সেই রাবিয়াই কর্নার থেকে হেডে দ্বিতীয় গোলটি করেন।
৪০তম মিনিটে ব্যবধান কমায় আইভরি কোস্ট। ইয়ান দিয়োমান্ডের ফ্রি কিক থেকে আহমেদ ফাতুহের আত্মঘাতী গোলে ফের ম্যাচে ফেরে তারা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার ব্যবধান বাড়িয়ে নেয় মিশর। রাবিয়ার লং বল ধরে বাঁ প্রান্ত ধরে আক্রমণে উঠে পেনাল্টি এরিয়ার কাছে পাস দেন ইমাম আশুর। আলতো টোকায় সেটি জালে জড়ান সালাহ। ৭৩তম মিনিটে গোলমুখে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে গেলা দোয় গোঁড়ালি দিয়ে গোল করে ব্যবধান আবার কমান। তবে শেষ পর্যন্ত সমতাসূচক গোল আর পায়নি আইভরি কোস্ট।
এই জয়ে রেকর্ড অষ্টম আফ্রিকা কাপ শিরোপার পথে আরেক ধাপ এগিয়ে গেল মিশর। বুধবার তানজিয়ারে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে শক্তিশালী সেনেগাল।
0 Comments
No Comment YetLeave A Reply