এভারটনের বিপক্ষে গত রোববারের (৪ জানুয়ারি) হ্যাটট্রিকের পর টানা দ্বিতীয় হ্যাটট্রিকের পথে ছিলেন থিয়াগো। তবে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৮২তম মিনিটে তাকে তুলে নেন ব্রেন্টফোর্ডের ম্যানেজার কিথ অ্যান্ড্রুজ।
ম্যাচের পর ব্রেন্টফোর্ডের বস বলেন, 'ও আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তাই যখন সে একটু আঘাত পায়, তখনই আমার মাথায় ছিল তাকে রক্ষা করার কথা এবং পুরো ম্যাচ থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত। কিন্তু সে ততক্ষণে দুই গোল করে ফেলেছে, আমি জানি সে মানসিকভাবে কেমন—তাই সিদ্ধান্তটা নেওয়া সত্যিই কঠিন ছিল। শেষ পর্যন্ত আমাকে সিদ্ধান্ত নিতে হয়েছে, যেটা ওর কাছে খুব একটা পছন্দনীয় হয়নি।'
ইভান টোনি, ব্রায়ান এমবেউমো ও ইয়োয়ানে উইসা ক্লাব ছাড়ার পর থিয়াগোই এখন ব্রেন্টফোর্ডের প্রথম পছন্দের স্ট্রাইকার। ২০২৪ সালের গ্রীষ্মে ক্লাব ব্রুগ থেকে থিয়াগোকে ৩০ মিলিয়ন পাউন্ডে (প্রায় ৪৯৪ কোটি টাকা) দলে নেয় ব্রেন্টফোর্ড। তবে চোটের কারণে প্রথম পুরো মৌসুমই তাকে মাঠের বাইরে থাকতে হয়েছিল।
অ্যান্ড্রুজ আরও বলেন, 'যে কেউ যদি বলে সে ভেবেছিল থিয়াগো এতটা ভালো হবে, তাহলে সে সম্ভবত পুরোপুরি সৎ নয়। কারণ খুব কম খেলোয়াড়ই বুলগেরিয়ান লিগ থেকে বেলজিয়ান লিগে এসে, এরপর এক বছর ইনজুরিতে বাইরে থেকে এমনভাবে এই লিগে প্রভাব ফেলতে পেরেছে। সে অসাধারণ। আমি তাকে কারো সঙ্গে বদলাতে চাই না।'
থিয়াগো এখনো ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলেননি। তবে এমন পারফরম্যান্সের পর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের জন্য জাতীয় দলে তাকে উপেক্ষা করা কঠিনই হবে।
0 Comments
No Comment YetLeave A Reply