এদিকে, সবশেষ ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দারুণ পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কুয়েন্টিন স্যাম্পসন। বিশ্রামে থাকা রোভম্যান পাওয়েলের পরিবর্তে তিনি দলে সুযোগ পেয়েছেন।
আফগানিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি দল
ব্র্যান্ডন কিং (অধিনায়ক), আলিক অ্যাথানেজ, কেসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, এভিন লুইস, গুদাকেশ মোতি, খারি পিয়েরে, কুয়েন্টিন স্যাম্পসন, জেডেন সিলস, র্যামন সিমন্ডস, শামার স্প্রিংগার ও শিমরন হেটমায়ার।
0 Comments
No Comment YetLeave A Reply