তিনি আরও বলেন, 'আমি বিস্তারিত বলব না, তবে কিছু আন্তর্জাতিক মানদণ্ড ও প্রোটোকল রয়েছে। আমরা সেগুলো অনুসরণ করার চেষ্টা করছি। তিনি তো মূলত আইসিসি থেকে এসেছেন, তাই না? আমাদের সিপিসির সাইবার পুলিশিং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে আমরা দেখছি—আমরা কোন অবস্থানে আছি, কোথায় যেতে চাই, কোথায় ধূসর জায়গা আছে, কী কী ঘাটতি ও দুর্বলতা রয়েছে—এসব চিহ্নিত করে একটি কাঠামো দাঁড় করানোর চেষ্টা করছি।'
'আমাদের লক্ষ্য হলো এসব ঘাটতি পূরণ করা, যাতে ক্রিকেট—যা আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা—যথাসম্ভব পবিত্র থাকে এবং এর ওপর কোনো কালো দাগ না লাগে। এই উদ্দেশ্যেই সিআইডি অ্যালেক্স ও বিসিবির সঙ্গে একযোগে কাজ করছে,'–সিবগাত উল্লাহ ইতি টানেন।
0 Comments
No Comment YetLeave A Reply