সাকিবকে ফিফটি করতে দিলেন না সাকিব
সাকিবের বলে ক্যাচ তুলে দিলেন সাকিব। শুরুতেই এমন বিভ্রম জাগানো বাক্য পড়ে অবাক হতে পারেন যে কেউ। দ্বৈত সাকিবের নাম শুনে একটু আশ্চর্য হওয়ায় স্বাভাবিক। বাংলাদেশের ক্রিকেটে এখন যেমন দুই তামিম (তামিম ইকবাল ও তানজিদ হাসান তামিম), তেমনি রয়েছেন দুই সাকিবও। সেই দুই সাকিবের পরিচয় নিশ্চয় নতুন করে দিতে হবে না! একজন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও অন্যজন উদীয়মান পেসার তানজিম হাসান সাকিব।