‘বারবার চোখ চোখ বলছেন, চশমা না পরেও আপনাদের চেয়ে ভালো দেখি’
কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে জয়ের পর নুরুল হাসান সোহান জানিয়েছিলেন পরের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসানকে আসতে বলবেন তিনি। রংপুর রাইডার্সের অধিনায়কের কথাই গতকাল সত্যি হলো। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশের অলরাউন্ডার। বিপিএল শুরুর পর থেকেই সাকিবকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে রংপুরের হয়ে তাঁর ব্যাটিং করতে না নামা নিয়ে।