ঢাবির বকুলতলায় চলছে দুই দিনব্যাপী বসন্ত উৎসব
সেতারে রাগ বসন্ত মুখারী বাদনের মধ্যদিয়ে শুরু হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলার বসন্ত উৎসব। আজ সকাল ৭ টা ১৫ মিনিটে শুরু হয় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ এর উদ্যোগে আয়োজিত এবারের ৩০তম বসন্ত উৎসব।সকাল থেকেই চারুকলার বকুলতলায় মানুষের ভিড়। সবাই মেতেছে বসন্ত আমেজে।