দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই জাতীয় পার্টিতে (জাপা) বিভাজন স্পষ্ট হয়ে পড়েছিল। রওশন এরশাদ ও তাঁর অনুসারীদের বাইরে রেখে নির্বাচনে অংশ নিলেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। গত মার্চে আলাদা সম্মেলন করে দলের নতুন নেতৃত্ব ঘোষণা করেছেন রওশনপন্থীরা। এর মধ্য দিয়ে আরেকটি ‘ব্র্যাকেটবন্দী’ জাপার নেতা হলেন রওশন এরশাদ। যদিও গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের নেতৃত্বাধীন জাপা বলেছে, তারাই মূল দল।