ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান বিনান্সে বিনিয়োগ করে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। আর সেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন রোনালদো। রোনালদোর কারণেই বিনিয়োগে উদ্বুদ্ধ হয়েছিলেন তারা।
মাঠের ফুটবলে দারুণ সময় কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ও জাতীয় দলে পর্তুগিজ সুপারস্টার আছেন চমৎকার ছন্দে। কিন্তু, মাঠের বাইরে মুখোমুখি হয়েছেন অনাকাঙ্খিত ঘটনার। যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে মামলা দিয়েছেন তিন ব্যক্তি।
তাদের দাবি, ক্রিপ্টোকারেন্সি প্রতিষ্ঠান বিনান্সে বিনিয়োগ করে বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন তারা। আর সেই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ আছেন রোনালদো। রোনালদোর কারণেই বিনিয়োগে উদ্বুদ্ধ হয়েছিলেন তারা।
বিবিসির প্রতিবেদনে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জানানো হয় বিষয়টি। এতে বলা হয়, ২০২২ সালের নভেম্বরে বিনান্সের সঙ্গে চুক্তিবদ্ধ হন রোনালদো। সিআরসেভেনের কারণে তারা বিনিয়োগ করেন সেখানে। কিন্তু, যে লাভের কথা বলেছিলেন পর্তুগিজ সুপারস্টার, সেটি তারা পাননি। বরং, ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন এক বিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দাবি করছেন ওই তিন বাদী।
মামলার বাদীরা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী রোনালদোর। তার উচিত ছিল বিনান্সের সার্বিক অবস্থা সম্পর্কে সবাইকে বিস্তারিত জানানো। কিন্তু, তিনি সেটি করেননি। এখন তার কারণে আমাদের লোকসান গুনতে হচ্ছে। আমরা এর ক্ষতিপূরণ চাই।’
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply