বন্ডাই সমুদ্র সৈকতে ইহুদি উৎসবে চালানো প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনার পর অস্ট্রেলিয়া সরকার ঘৃণামূলক বক্তব্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ।
গেল রোববার (১৪ ডিসেম্বর) ‘হানুক্কাহ’ উৎসবের প্রথম দিন উদ্যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দুই বন্দুকধারীর গুলিতে ১৫ জন নিহত হন।
ক্যানবেরায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ প্রসঙ্গে আলবানিজ বলেন, নতুন আইন অনুসারে এমন ব্যক্তিদের ধরা হবে যারা ‘ঘৃণা, বিভাজন ও উগ্রপন্থা’ ছড়ায়।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীকে এমন ব্যক্তিদের ভিসা বাতিল বা প্রত্যাখ্যান করার নতুন ক্ষমতা দেয়া হবে যারা ঘৃণামূলক বক্তব্য ছড়ায়। পাশাপাশি, শিক্ষা ব্যবস্থা যেন ‘ইহুদিবিদ্বেষ প্রতিরোধ ও মোকাবিলা’ করতে পারে সে জন্য একটি নতুন টাস্কফোর্স গঠন করা হবে।
নতুন আইনগুলোর মধ্যে আরও থাকবে– সহিংসতা উসকে দেয় এমন ধর্মীয় প্রচারক ও নেতাদের জন্য শাস্তির বিধান, ‘তীব্র ঘৃণামূলক বক্তব্য’ নামে একটি নতুন ফেডারেল অপরাধ এবং অনলাইন হুমকি ও হয়রানির ক্ষেত্রে সাজা নির্ধারণে ‘ঘৃণা’-কে একটি গুরুতর কারণ হিসেবে অন্তর্ভুক্ত করা।
আলবানিজ বলেছেন, ‘প্রত্যেক ইহুদি অস্ট্রেলিয়ানের আমাদের মহান জাতিতে তাদের অবদানের জন্য নিরাপদ, সম্মানিত ও মূল্যবান বোধ করার অধিকার রয়েছে।’
তিনি আরও বলেন,
আইএস থেকে অনুপ্রাণিত সন্ত্রাসীরা অস্ট্রেলিয়ানদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করাতে চেয়েছিল। কিন্তু অস্ট্রেলিয়ানরা সেই ঘৃণার জবাব দিয়েছে ভালোবাসা ও শোকাহতদের প্রতি সহমর্মিতার মাধ্যমে।
অস্ট্রেলিয়া সরকার জুলাই মাসে ইহুদিবিদ্বেষ-বিষয়ক দূত জিলিয়ান সিগালের প্রকাশিত প্রতিবেদনের সুপারিশগুলো ‘সম্পূর্ণভাবে সমর্থন ও গ্রহণ’ করবে বলেও জানিয়েছেন আলবানিজ।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply