এর প্রেক্ষিতে তিনি বলেন, ‘যদি লেবাননের দক্ষিণ অংশ হারিয়ে যায় তবে লেবাননের আর কোনো অংশ অবশিষ্ট থাকবে না। এখন সবাই ঐক্যবদ্ধ হয়ে ইসরাইলের বিরুদ্ধে রুখ দাঁড়ানো প্রয়োজন।’
২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলি আগ্রাসনের কয়েকদিন পরই হিজবুল্লাহর সঙ্গে দেশটির সংঘাত শুরু হয়। প্রায় এক বছর পর ২০২৪ সালের নভেম্বরে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়। কিন্তু সেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেই প্রায় প্রতিদিনই লেবাননে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।
সবশেষ গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লেবাননজুড়ে বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরাইল। ইসরাইলের দাবি, হামলায় ইরানি বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) এক সদস্য এবং হিজবুল্লাহর এক যোদ্ধাসহ অন্তত তিনজন নিহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলের হামলায় লেবাননে অন্তত ১২৭ জন বেসামরিক নাগরিকসহ ৩০০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সংঘাতবিষয়ক পর্যবেক্ষক সংস্থা এসিএলইডির তথ্যমতে, ইসরাইল গত এক বছরে লেবাননজুড়ে প্রায় ১ হাজার ৬০০টি হামলা চালিয়েছে।
0 Comments
No Comment YetLeave A Reply