এই ভাষণের ঠিক আগেই পুতিনের বাসভবনে ড্রোন হামলার ভিডিও ফুটেজ প্রকাশ করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। জানায়, ইউক্রেন এই হামলা চালিয়েছে। ৪৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বরফে ঘেরা জঙ্গলের মধ্যে ড্রোন ভেঙে পড়ে রয়েছে। রুশ সেনার এক কর্মকর্তা আঞ্চলিক ভাষায় কিছু বর্ণনা করছেন।
গত সোমবার (২৯ ডিসেম্বর) ভোররাতে ইউক্রেন পুতিনের বাসভবন লক্ষ্য করে ড্রোন হামলা করে বলে অভিযোগ মস্কোর। রুশ কর্মকর্তারা জানান, মোট ৯১টি দূরপাল্লার ড্রোন ছোড়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত কোনো ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের কথায়, ‘সব ড্রোনই আমরা রুখে দিয়েছি।’ ইউক্রেন পুতিনের বাসভবনে হামলা চালানোর রাশিয়ার অভিযোগ অস্বীকার করেছে। ইউরোপীয় ইউনিয়ন-সহ বহু আন্তর্জাতিক পর্যবেক্ষকের দাবি, শান্তি প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে রাশিয়া।
ওই হামলার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতভর ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ব্যাপক হামলা চালায় রুশ সেনারা। এতে আবাসিক এলাকায় বহুতল ভবনে ক্ষয়ক্ষতি হয়। আগুন ধরে যায় বিভিন্ন জায়গায়। এছাড়া ক্ষতিগ্রস্ত হয় বন্দরসংলগ্ন লজিস্টিকস ও জ্বালানি স্থাপনা।
0 Comments
No Comment YetLeave A Reply