কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে যায়। নিহত কামাল হোসেন ঘটনাস্থলের পাশের জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) গুলিতে কামাল হোসেন (৩২) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে যায়। নিহত কামাল হোসেন ঘটনাস্থলের পাশের জোলাই কুড়িয়াপাড়া গ্রামের ইদু মিয়ার ছেলে সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের পাহাড়পুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। রাত দেড়টার দিকে ১০ বিজিবি, কুমিল্লার অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইফতেখার হোসেন ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ভারতের ২৫ গজ অভ্যন্তরে কামাল হোসেন নামের ওই যুবক গেলে বিএসএফ সদস্যরা তাঁর ওপর গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে বিএসএফের সদস্যরা অ্যাম্বুল্যান্সে করে মরদেহ নিয়ে গেছে। তিনি আরও বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় পতাকা বৈঠকের মাধ্যমে নিহতের মরদেহ ফিরিয়ে আনা হবে। ওই যুবক কেন ভারতের অভ্যন্তরে গিয়েছিল, সেটি তদন্ত করে দেখা হচ্ছে।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যায় পাহাড়পুর সীমান্তে কাঁটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন কামাল। সে মাদক ও চোরাকারবারে যুক্ত ছিল। একপর্যায়ে বিএসএফের গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে বিএসএফ একটি অ্যাম্বুল্যান্সে করে তাঁর মরদেহ নিয়ে যায়। এদিকে নিহত কামালের বড় ভাই হিরন মিয়া বলেন, আমার ভাই মাদক ও চোরাকারবারে যুক্ত ছিল না। এসব অভিযোগ ভিত্তিহীন।
সদর দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, বিষয়টি সাংবাদিকদের কাছে শুনেছি। আমরা খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানাব।
Share On:
17 Comments
AgMcIyOUMBo
October 23, 2024 at 6:49amAgMcIyOUMBo
October 23, 2024 at 6:49amYxxaVkRTFcKruy
October 26, 2024 at 6:46pmYxxaVkRTFcKruy
October 26, 2024 at 6:47pmDSeUMSUDEvsT
November 06, 2024 at 2:06pmATWJURJSoErIzc
November 09, 2024 at 9:42amATWJURJSoErIzc
November 09, 2024 at 9:42amSApmMNcHmN
November 10, 2024 at 8:34pmSApmMNcHmN
November 10, 2024 at 8:34pmKTzroGNKH
November 12, 2024 at 9:05amLeave A Reply