গাজায় ইসরায়েলের হামলায় প্রাণহানি বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে হামাসকে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
গাজায় ইসরায়েলের হামলায় প্রাণহানি বেড়েই চলছে। এমন পরিস্থিতিতে হামাসকে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পাল্টা হুমকি দিতে কার্পণ্য করেনি হামাসও। রোববার (১০ ডিসেম্বর) গাজার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ইসরায়েল। সেই সঙ্গে বিমান হামলা চালিয়েছে উত্তর গাজায়। হামাসকে দমনের জন্য গত ছয় সপ্তাহ ধরে গাজায় নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে তেল আবিব।
হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১৮ হাজারে। যার অর্ধেকেরও বেশি নারী ও শিশু। আহতের সংখ্যাও প্রায় অর্ধ লাখ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা জানিয়েছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৯৭ জনে।
এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতকাল রোববার বলেছেন, হামাসের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পথে। তিনি দ্রুত হামাসকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন।
নেতানিয়াহু বলেন, ‘গত কয়েক দিনে, কয়েক ডজন হামাস সন্ত্রাসী আমাদের বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে।’ তবে ইসরায়েলি সেনাবাহিনী এমন কোনো প্রমাণ পেশ করেনি। হামাসও এ ধরনের দাবি প্রত্যাখ্যান করেছে। মাসখানেক আগে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত দাবি করেছিলেন- হামাস গাজার নিয়ন্ত্রণ হারিয়েছে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply