ইসরাইলের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার (১৫ সেপ্টেম্বর) এ আহ্বান জানান তিনি।
আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে আনোয়ার ইব্রাহিম কাতারের রাজধানী দোহায় সাম্প্রতিক ইসরাইলি বিমান হামলার কঠোর নিন্দা জানান।মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসরাইলের এই হামলাকে ‘বেপরোয়া উসকানি’ হিসেবে বর্ণনা করেছেন, যা এ অঞ্চলের নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে।
আনোয়ার বলেন,"আমাদের চোখের সামনেই গাজা ধ্বংস হয়ে যাচ্ছে। সেখানকার মানুষ নজিরবিহীন ধ্বংসযজ্ঞ সহ্য করেছে, পরিবারগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, হাসপাতালগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ছে শিশুরা"।
তিনি আরও বলেন, ‘ইসরাইল ঘোষণা করেছে, কখনও ফিলিস্তিনি রাষ্ট্র হবে না। আমাদের স্পষ্ট করে বলতে হবে, এটি স্থায়ী বর্ণবাদের ঘোষণা।’ এই ঘোষণাকে জাতিসংঘের প্রতিটি প্রস্তাব এবং আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রত্যাখ্যান বলে অভিহিত করেন আনোয়ার ইব্রাহিম।
তিনি আরও বলেন,"নিন্দা জানিয়ে ক্ষেপণাস্ত্র (ইসরাইলি) বন্ধ করা যাবে না। শুধু ঘোষণা দিয়ে ফিলিস্তিনকে মুক্ত করতে পারবেন না। ইসরাইলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। তাদের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্কও বন্ধ করতে হবে"।
Share On:
8 Comments
sytpMfpaM
September 24, 2025 at 9:37amsytpMfpaM
September 24, 2025 at 9:37amUBYlgLtTBCKXA
September 24, 2025 at 3:42pmUBYlgLtTBCKXA
September 24, 2025 at 3:42pmHArkkOdTNl
September 27, 2025 at 4:37amHArkkOdTNl
September 27, 2025 at 4:37amqtpXLVYpaVZs
September 29, 2025 at 12:19pmqtpXLVYpaVZs
September 29, 2025 at 12:19pmLeave A Reply