ভারতের ‘হোমবাউন্ড’ সিনেমাটি অস্কারের ৯৮তম আসরের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে। নীরাজ গেওয়ানের পরিচালনায় এতে অভিনয় করেছেন বলিউড তারকা ঈশান খাট্টার, জাহ্নবী কাপুর ও বিশাল জেঠোয়া।
৭৮তম কান চলচ্চিত্র উৎসবের আঁ সাঁর্তে রিগা বিভাগে নির্বাচিত হয় ‘হোমবাউন্ড’। এরপর ৫০তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ওয়ারশো ও জুরিখে প্রদর্শিত হয়েছে ছবিটি।
এর গল্প উত্তর ভারতের একটি গ্রামের দুই বাল্যবন্ধুকে কেন্দ্র করে। সমাজে মর্যাদা পেতে জাতীয় পুলিশ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আপ্রাণ চেষ্টা চালায় তারা। কিন্তু স্বপ্নপূরণের কাছাকাছি আসতেই তাদের বন্ধুত্বে ফাটল ধরে। জীবিকার তাগিদে একসময় ঘর ছাড়ে তারা। কিন্তু করোনা মহামারির কারণে তাদের আশার ফুলগুলো ঝরে পড়তে থাকে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবারের আসরের ১২টি বিভাগের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে অস্কারের আয়োজক অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছে ১৫টি ছবি। এরমধ্য থেকে অ্যাকাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে পাঁচটি ছবি।
আন্তর্জাতিক ফিচার ফিল্মের ক্ষেত্রে, এই বিভাগে ১৫টি চলচ্চিত্র রয়েছে, যা চূড়ান্ত মনোনয়নে পাঁচটি চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ করা হবে। 'হোমবাউন্ড'-এর পাশাপাশি, যে অন্যান্য চলচ্চিত্রগুলি সংক্ষিপ্ত তালিকাভুক্ত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আর্জেন্টিনার 'বেল ন', ব্রাজিলের 'দ্য সিক্রেট এজেন্ট', ফ্রান্সের 'ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট', জার্মানির 'সাউন্ড অফ ফলিং', ইরাকের 'দ্য প্রেসিডেন্ট'স কেক', জাপানের 'কোকুহো', জর্ডানের 'অল দ্যাট'স লেফট অফ ইউ', নরওয়ের 'সেন্টিমেন্টাল ভ্যালু', প্যালেস্টাইনের 'প্যালেস্টাইন ৩৬', দক্ষিণ কোরিয়ার 'নো আদার চয়েস', স্পেনের 'সির ট', সুইজারল্যান্ডের 'লেট শিফট', তাইওয়ানের 'লেফট-হ্যান্ডেড গার্ল', এবং তিউনিসিয়ার 'দ্য ভয়েস অফ হিন্দ রাজাব'।
মনোনয়ন তালিকা চূড়ান্ত করতে ২০২৬ সালের ১২ জানুয়ারি শুরু হয়ে ভোটগ্রহণ চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। প্রতিটি বিভাগে মনোনীতের সংখ্যা থাকবে ৫। কেবল সেরা চলচ্চিত্র বিভাগের মনোনয়ন সংখ্যা হবে ১০। অ্যাকাডেমির ১৯টি শাখার সদস্যরা ভোট দিয়ে ১০টি চলচ্চিত্র মনোনীত করবেন।
৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ২৪টি প্রতিযোগিতামূলক বিভাগের চূড়ান্ত মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২২ জানুয়ারি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের ডলবি থিয়েটারে ১৫ মার্চ জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে। টানা দ্বিতীয়বারের মতো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কোনান ও’ব্রায়েন। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply