সুলতান অব সুইং খ্যাত ওয়াসিম দীর্ঘদিন ধরেই পিএসএলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। ২০১৮ সালের শেষ দিক থেকে তিনি করাচি কিংস ফ্র্যাঞ্চাইজির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
এই ভূমিকায় তিনি সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করেছেন এবং প্রয়োজনে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেছেন। বিশেষ করে ২০২০ সালে প্রধান কোচ ডিন জোন্সের মর্মান্তিক মৃত্যুর পর করাচি কিংসকে তাদের প্রথম পিএসএল শিরোপা জিততে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
এদিকে, লিগ সম্প্রসারণের পরিকল্পনায়ও উল্লেখযোগ্য অগ্রগতি করেছে পিসিবি। শনিবার (২৭ ডিসেম্বর) বোর্ড জানায়, দুটি নতুন পিএসএল ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিতে আগ্রহী পক্ষগুলোর জমা দেওয়া প্রস্তাবের কারিগরি মূল্যায়ন সফলভাবে সম্পন্ন করেছে তাদের বিড কমিটি।
পাঁচটি মহাদেশ থেকে মোট ১২টি প্রস্তাব জমা পড়ে। তিন দিনব্যাপী মূল্যায়ন প্রক্রিয়া শেষে ১০ জন দরদাতাকে কারিগরি মানদণ্ডে উত্তীর্ণ হিসেবে শর্টলিস্ট করা হয়, যারা পরবর্তী ধাপে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।
পিসিবি এক বিবৃতিতে জানায়, 'দুটি নতুন এইচবিএল পিএসএল ফ্র্যাঞ্চাইজি দলের বিক্রির জন্য জমা দেওয়া প্রস্তাবগুলোর কারিগরি মূল্যায়ন পিসিবি বিড কমিটি সফলভাবে সম্পন্ন করেছে।'
0 Comments
No Comment YetLeave A Reply