বন্যা-খরায় ৬৫০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হারাবে বাংলাদেশসহ ৪ দেশ প্রতিকূল আবহাওয়ার কারণে ভয়ংকর হুমকির মুখে রয়েছে এশিয়ার পোশাক...
বন্যা-খরায় ৬৫০০ কোটি ডলারের পোশাক রপ্তানি হারাবে বাংলাদেশসহ ৪ দেশ
প্রতিকূল আবহাওয়ার কারণে ভয়ংকর হুমকির মুখে রয়েছে এশিয়ার পোশাক রপ্তানিকারক দেশগুলো। কেবল তীব্র দাবদাহ এবং বন্যার কারণে ২০৩০ সালের মধ্যে সাড়ে ছয় হাজার কোটি মার্কিন ডলারের পোশাক রপ্তানি হারাতে পারে এ অঞ্চলের চারটি দেশ, যার মধ্যে বাংলাদেশ একটি। সম্প্রতি লন্ডনভিত্তিক সম্পদ ব্যবস্থাপনা সংস্থা শ্রোডারস এবং নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটি পরিচালিত এক যৌথ গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক এই তথ্য।
লিবিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি
সময়ের সঙ্গে সঙ্গে লিবিয়ায় পাল্লা দিয়ে বাড়ছে লাশের সারি। এরই মধ্যে জানা গেছে, মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। দেরনা শহরে মরদেহ উদ্ধারে এখনও কাজ করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির তামের রামাদান বলেন, নিহতের সংখ্যা অনেক এবং তা কয়েক হাজারে পৌঁছাতে পারে।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply