বেন স্টোকস এখন বোলিং করেন না। ওয়ানডে ক্রিকেটে তিনি ফিরেই এসেছে বোলিং করবেন- এ শর্ত দিয়ে। হাসিমুখে তার শর্ত মেনে নিয়েছেন অধিনায়ক ....
বেন স্টোকস এখন বোলিং করেন না। ওয়ানডে ক্রিকেটে তিনি ফিরেই এসেছে বোলিং করবেন- এ শর্ত দিয়ে। হাসিমুখে তার শর্ত মেনে নিয়েছেন অধিনায়ক জস বাটলার এবং টিম ম্যানেজমেন্ট। এ কারণে তাকে এখন আর অলরাউন্ডারও বলা যাবে না।
কিন্তু শুধুমাত্র ব্যাটার স্টোকসও যে কতটা বিধ্বংসী তা হাড়ে হাড়ে টের পেলো নিউজিল্যান্ড। লন্ডনের দ্য ওভালে বুধবার রাতে রীতিমত ঝড় তুলেছেন তিনি। ১২৪ বলে ১৮২ রানের ঝোড়ো ইনিংস খেলেছেন তিনি। তার ব্যাটিং তাণ্ডবে স্রেফ উড়ে গেলো নিউজিল্যান্ড।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply