চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের মাঠের লড়াই ছাপিয়ে তখন আলোচনায় চলে আসে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের গল্প। যার প্রভাব চোখে পড়ে মাঠ হয়ে গ্যালারিতেও। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট হয়ে দাঁড়ায় সোনার হরিণ। বাধ্য হয়ে এই ম্যাচে জোরদার করাতে হয় নিরাপত্তা ব্যবস্থাকেও।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও এর ব্যতিক্রম হয়নি। শহরের আইন-শৃঙ্খলা বাহিনীকেও বাড়তি নিরাপত্তা দিতে হয়েছে এই ম্যাচে। ম্যাচেও দেখা গেছে সেই উত্তেজনা। লো স্কোরিং ম্যাচ হলেও তুমুল লড়াই দেখেছে মাঠে আসা সমর্থকরা। যেখানে অবশ্য শেষ হাসিটা হেসেছে ভারতই। ১২০ রানের টার্গেট দিয়ে ম্যাচ জিতেছে ৬ রানের ব্যবধানে। এমন জয়ের পর উচ্ছ্বাসিত ভারত। দেশটির দিল্লি পুলিশ তো এই ম্যাচ জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করে ফেলেছে। যা এখন রীতিমতো ভাইরাল।
দিল্লি পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে ট্যাগও করেছে তাদের সেই পোস্টে। যেখানে তারা লিখেছে, ‘নিউইয়র্ক পুলিশ, আমরা দুটি বিকট শব্দ শুনতে পাচ্ছি। একটি হলো ইন্ডিয়া... ইন্ডিয়া! আরেকটি সম্ভবত টেলিভিশন ভাঙার শব্দ। আপনারা কি বিষয়টি নিশ্চিত করবেন?’
এমন হারের পর পাকিস্তানকে নিয়ে রীতিমতো হাস্যরসই করেছে দেশটির দিল্লি পুলিশ বিভাগ। অবশ্য এমনটি তারা প্রায়শই করে। ভারত-পাকিস্তান ম্যাচের আগেও ভারতকে শুভকামনা জানিয়ে পোস্ট দিয়েছিল দিল্লি পুলিশ।
পাকিস্তানকে নিয়ে হাস্যরসের কারণ অবশ্য আছে। কেননা, বিশ্বকাপের প্রথম ম্যাচেও দলটি হেরেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারায় এখন শঙ্কায় পড়ে গেছে দলটির সুপার এইটে খেলা। কেননা, সুপার এইট খেলতে এখন গ্রুপপর্বের বাকি দুই ম্যাচে জয়ের পাশাপাশি বাকি দলগুলোর দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।
Share On:
19 Comments
PhfuInmxeMiI
December 02, 2024 at 12:25amPhfuInmxeMiI
December 02, 2024 at 12:25amGjzVbsQKEitWu
December 13, 2024 at 9:44pmGjzVbsQKEitWu
December 13, 2024 at 9:44pmTxmrimHxGj
December 18, 2024 at 12:45amTxmrimHxGj
December 18, 2024 at 12:45amkJCWjXPCESRNe
December 31, 2024 at 2:08pmkJCWjXPCESRNe
December 31, 2024 at 2:08pmkpXzYQAeEttERrr
January 04, 2025 at 3:23pmkpXzYQAeEttERrr
January 04, 2025 at 3:23pmLeave A Reply