ভারতকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। পুরো আসরজুড়ে যুবাদের পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে রাব্বিরা।
ভারতকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ। পুরো আসরজুড়ে যুবাদের পারফরম্যান্সে মুগ্ধ ক্রিকেটপ্রেমীরা। শিরোপা জয় থেকে মাত্র এক ধাপ দূরে রাব্বিরা। আরব আমিরাতের বিপক্ষে সেই ফাইনালের আগে ভিডিও বার্তায় ছোট ভাইদের সাহস যোগালেন বড় ভাই শান্ত-মুশফিকরা
আজ শনিবার (১৬ ডিসেম্বর) বিসিবির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওতে তরুণ ক্রিকেটারদের প্রেরণা যোগাতে দেখা যায় মুশফিক-মিরাজদের। শুভকামনা জানিয়েছেন এনামুল বিজয়, তানজিদ তামিম, তানজিম সাকিব, তাওহিদ হৃদয়দের মতো ক্রিকেটাররাও।
ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। তরুণদের উদ্দেশ্যে বলতে চাই তোমরাই ফাইনালে জিতবে এবং আমরা ডিজার্ভ করি জেতাটা। সবাইকে শুভকামনা।’
শান্ত বলেন, ‘তোমরা খুবই ভালো খেলেছ। কোচিং স্টাফদের পাশাপাশি খেলোয়াড়দের কৃতিত্ব দিতে চাই। কারণ সবাই অনেক পরিশ্রম করে দলটাকে এই জায়গায় নিয়ে এসেছে। আর মাত্র এক ধাপ দূরে আমরা। তাই কীভাবে ভালো ক্রিকেট খেলে বাংলাদেশকে ট্রফি উপহার দিতে পারি, সেদিকে মনোযোগ দেওয়া উচিত। ফাইনালের জন্য শুভকামনা।’
মিরাজ বলেন, ‘অভিনন্দন যুবাদের! অনেক শুভকামনা তোমাদের জন্য। ইনশাআল্লাহ এশিয়া কাপে তোমরা চ্যাম্পিয়ন হয়ে আসবে। তোমরা খুবই ভালো ক্রিকেট খেলেছ। আশা করি শেষটাও রাঙিয়ে আসবে।’
সৌম্য বলেন, ‘আর একটা ম্যাচ বাকি আছে। আশা করি সবাই সুস্থভাবে খেলবে এবং ফাইনাল ম্যাচটা জিতেই দেশে ফিরবে। আর এই সুযোগ, আগে যে বড় বড় ম্যাচগুলোতে আমরা ভালো করতে পারিনি, তোমাদের হাত ধরেই তার শুরুটা হোক। তোমাদের থেকে যেন আমরাও অনুপ্রেরণা নিয়ে বড় বড় ম্যাচগুলো জিততে পারি।’
আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে ফাইনালে আরব আমিরাতে বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আমিরাতের বিপক্ষে সবশেষ তিন দেখার সবকটিতেই জয় পেয়েছে বাংলাদেশ। যা বাড়তি অনুপ্রেরণা যোগাচ্ছে যুবাদের।
Share On:
0 Comments
No Comment YetLeave A Reply