ভিত্তিপ্রস্তর স্থাপনের দিন থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো মানুষ মসজিদ নির্মাণের জন্য অর্থ দান করছেন। এমনকি হাজার কিলোমিটার দূর থেকেও মানুষ এক-দুটি করে ইট নিয়ে আসছেন। মসজিদ নির্মাণের জন্য সরকারি কোনো অনুদান নেয়া হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
১৯৯২ সালে ৬ ডিসেম্বর ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে ফেলা হয়। ওই ঘটনার ৩৩ বছর পর, চলতি মাসের ৬ তারিখ বেলডাঙার এই মাটিতেই বাবরি মসজিদের আদলে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তবে কবে নাগাদ মসজিদের নির্মাণকাজ শুরু হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট করে কিছু জানানো হয়নি।
0 Comments
No Comment YetLeave A Reply