এদিকে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন পর্যন্ত শেন ওয়ার্নই রয়েছেন। ২০০৫ সালে ১৫ টেস্ট খেলে ৯৬ উইকেট পেয়েছিলেন অজি এই কিংবদন্তি স্পিনার।
চলমান অ্যাশেজে দারুণ ছন্দে আছেন মিচেল স্টার্ক। ৪ টেস্ট খেলে এরই মধ্যে ২৬ উইকেট নিয়েছেন তিনি। আর অস্ট্রেলিয়া এরই মধ্যে অ্যাশেজ ধরে রেখেছে। যদিও শেষ টেস্ট ইংল্যান্ডের কাছে হেরেছে অজিরা, তবে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে তারা। আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে অ্যাশেজের শেষ টেস্ট।
0 Comments
No Comment YetLeave A Reply