কিং বিদায় নিলে একই ওভারে ক্যাম্পবেল এজাজ প্যাটেলের বলে গ্লেন ফিলিপসকে ক্যাচ দেন। প্রথম ইনিংসর সেঞ্চুরিয়ান কাভেম হজ রানের খাতাই খুলতে পারেননি, এরপর শুরু হয় শাই হোপের টিকে থাকার লড়াই। অন্যপ্রান্তে ঠিকই তরতর করে উইকেট পড়ছিল। অ্যালিক আথানাজ ২, গ্রিভস শূন্য ও রোস্টন চেজ আউট হন ৫ রানে। ৭৮ বল খেলে মাত্র ৩ রান করা হোপ এজাজের এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
কেভিন ইলম্যাচ চেষ্টা করেছিলেন, রোচ আউট হয়ে গেলে অ্যান্ডারসন ফিলিপও। ৩৮ বল খেলে ১০ রান করে ফিলিপের ক্যাচ শর্ট লেগে ধরেন রাচিন রবীন্দ্র। ততক্ষণে ওভার নেমে আসে বিশের ঘরে। শেষ ব্যাটার হিসেবে জায়দেন সিলস আউট হয়ে গেলে ক্যারিবীয়দের হারই বরণ করতে হয়। ডাফি একাই নেন ৫ উইকেট, এজাজ প্যাটেল ৩।
0 Comments
No Comment YetLeave A Reply