স্বপ্ন–এর ৪৮ আউটলেটে দুই সপ্তাহব্যাপী জামাই মেলা
জামাই মেলা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী উৎসব। প্রতি বছর এই সময়ে বাংলাদেশের গাজীপুর, সিলেট, জামালপুর, বগুড়াসহ বেশ কয়েক অঞ্চলে এই মেলার আয়োজন করা হয়। মূলত বিয়ের উৎসবকে সামনে রেখে এই মেলার আয়োজন করা হয়। এ ছাড়া এই সময় বড় মাছের সরবরাহ বেড়ে যায়। মেলা থেকে বড় বড় মাছ কিনে, সেই মাছ জামাইকে খাওয়ানো হয়।