আফ্রিকান কাপ অব নেশন্স গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, কোনো ম্যাচ না জিতেও শেষ ষোলোতে মালি
আফ্রিকান কাপ অব নেশন্সে গ্রুপ 'এ' থেকে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো ও মালি। গ্রুপপর্বের শেষ ম্যাচে জাম্বিয়াকে উড়িয়ে দেয় মরক্কো, গ্রুপের অপর ম্যাচে কোমোরোসের সঙ্গে ড্র করেও শেষ ষোলোতে পা দিয়েছে মালি।